ঘন কুয়াশার কারণে কোচবিহারে পথদুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু, জখম দু’জন, রাজ্য সড়কে দীর্ঘ যানজট


ভোর থেকে ঘন কুয়াশা। একহাত দূরের রাস্তাও ভাল করে দেখা যাচ্ছিল না। দৃশ্যমানতা কম হওয়ার কারণে পথদুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। শুক্রবার কোচবিহারের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার পথদুর্ঘটনাটি হয়েছে মাথাভাঙা–ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুই ট্রাকেরই সামনের অংশ একেবারে দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হন আরও দু’জন।

জানা যাচ্ছে, মৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। নাম আমির হোসেন। কোচবিহার-১ ব্লকের সুটকাবাড়ি এলাকায় তাঁক বাড়ি। দ্বিতীয় জনের বাড়িও ওই এলাকায়। জখমেরা বিলাসীপাড়া এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল মাথাভাঙা থানার পুলিশ এবং দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় তারা। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। ভোগান্তি পোয়াতে হয় নিত্যযাত্রীদের। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

Post a Comment

Previous Post Next Post