মেসির ভিডিওয় নেই বাংলার কোনও নেতা-মন্ত্রী! হয়ে গেল ভয়ঙ্কর খেলা


সম্প্রতি ভারত সফরে এসেছিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে উচ্ছ্বাসের বন্যা বয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এই সফরে মেসি ভারতের চারটি শহরে ঘুরে বেড়ান। তবে সবার আগে তিনি এসেছিলেন শহর কলকাতায়। কিন্তু, তার সেই কলকাতা সফর একেবারেই সুখকর হয়নি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে।

কী হয়েছিল সেদিন?
গত শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium Chaos) এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে একটা ঝলক দেখার জন্য গোটা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। তবে মেসি যখন মাঠে পা রাখেন, সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। কিছুক্ষণের মধ্যেই গোটা মাঠ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হুড়মুড় করে মাঠের মধ্যে ঢুকে পড়েন শ'খানেক 'ভিআইপি' সমর্থক।

আর তারা যেভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন তাতে গ্যালারি থেকে কেউই এই আর্জেন্টিনার ফুটবল তারকাকে দেখতে পাচ্ছিলেন না। বেশ কয়েকবার মাঠ ছাড়ার জন্য ওই সমর্থকদের অনুরোধ করা হলেও, কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত এত ভিড়ের মাঝখানে মেসি রীতিমতো বিরক্ত হয়ে যান এবং যুবভারতী ছেড়ে বেরিয়ে যান।

এই ঘটনার পর কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা যুবভারতী স্টেডিয়াম। উন্মত্ত দর্শকরা নেমে পড়েন মাঠের সবুজ গালিচায়। একের পর এক চেয়ার এবং বোতল মাঠের মধ্যে ছুড়তে থাকেন দর্শকরা। এমনকি একটা সময় মাঠের মধ্যে আগুনও জ্বলতে দেখা যায়। গোটা বিশ্বের কাছে বাংলার ফুটবলের এই ভাবমূর্তি যে যথেষ্ট কলঙ্কিত অধ্যায় যোগ করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post