বনতারা সফরে মেসি! অনন্ত আম্বানির থেকে ১২ কোটির উপহারে আপ্লুত ফুটবল আইকন


অনন্ত আম্বানি মেসিকে আলিঙ্গন করে স্বাগত জানান।
গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে এসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন ফুটবল আইকন লিওনেল মেসি

মেসিকে বানতারায় স্বাগত জানানো হয়েছিল, তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়েছিলেন।
বনতারার প্রতিষ্ঠাতা পরিচালক অনন্ত আম্বানি বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে এমন একটি বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন যার দাম শুনেই সকলের চক্ষু চড়কগাছ।

মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে ছবির জন্য পোজ দিলেন অনন্ত আম্বানি।
বিশ্বজুড়ে ঘড়িটির মাত্র ১২টি মডেল তৈরি হয়েছে। ঘড়িটির দাম ও বৈশিষ্ট্য সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

মেসি তার ক্লাব ফুটবলার লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পৌঁছেছিলেন।
সূত্রের খবর, অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটি রিচার্ড মিল RM 003-V2 GMT Tourbillon Asia Edition। এই ঘড়িটির আনুমানিক দাম প্রায় ১০.৯ কোটি টাকা।

Post a Comment

Previous Post Next Post