অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন নয়, দেওয়া যাবে না বিদ্যুৎ সংযোগ, পূর্ব কলকাতার জলাভূমি নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের


কলকাতা: পূর্ব কলকাতার জলাভূমিতে 'অবৈয়দ নির্মাণ' নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবৈধ নির্মাণ ভাঙার জন্য় দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিল আদালত। কোথায় কোথায় জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণকার্য সম্পন্ন হয়েছে, ওয়েবসাইটি তার তালিকা প্রকাশ করতে বলা হল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে। বেআইনি নির্মাণের রেজিস্ট্রেশন যেন না হয়, কোনও বেআইনি নির্মাণকে যেন বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়, সেই নির্দেশও দিল আদালত।

বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, এলাকায় যত বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলির দাগ, নম্বর-সহ, প্লটের নিরিখে চিহ্নিত করা হয় এবং নির্দিষ্ট ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। আদালত জানিয়েছে, একটি বিশেষ চক্রের মাধ্যমে এলাকায় যে জমি ও বাড়ি বিক্রির চেষ্টা চলছে, সেগুলির মধ্যে কোনগুলি অবৈধ, তালিকা থাকলে দ্রুত বুঝতে সুবিধা হবে মানুষের। ফলে কেনার আগে সতর্ক হতে পারবেন। (Calcutta High Court)

পাশাপাশি, আদালত জানিয়েছে, ওই এলাকায় যত বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলির রেজিস্ট্রেশন যাতে না হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে। যাঁরা রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন, তাঁদের বিষয়টি দেখতে বলা হয়েছে। CESC এবং বিদ্যুৎ পরিষদকে বলা হয়েছে, বেআইনি নির্মাণের ক্ষেত্রে যেন বিদ্যুৎ সংযোগ দেওয়া না হয়। 

ঠিক কী বলল আদালত, একনজরে-

১) পূর্ব কলকাতা জলাভূমিতে অবৈধ নির্মাণের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দাগ, নম্বর সহ।

২) পূর্ব কলকাতা জলাভূমিতে অবৈধ নির্মাণের কোনও রেজিস্ট্রেশন করা যাবে না।

৩) পূর্ব কলকাতার জলাভূমিকে অবৈধ নির্মাণগুলিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না।

ইতিমধ্যেই এলাকায় যে সব বেআইনি নির্মাণ হয়ে গিয়েছে, সেগুলি ভাঙতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে আদালতকে। সেই মতো পরবর্তী নির্দেশ দেবে আদালত।  গতকালই আদালতে রিপোর্ট পেশ করেন রাজ্য ও কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। আর তার পরই কড়া নির্দেশ দিল আদালত।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আদালতে রিপোর্ট পেশ করা হয়েছে, যাতে কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে, সেই সমক্রান্ত তথ্য রয়েছে। ওই রিপোর্ট দেখে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ হল, পূর্ব কলকাতার জলাভূমিতে ব্যাপক হারে বেআইনি নির্মাণ হয়েছে। সংখ্যাটা এতটাই যে সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। পূর্ব কলকাতার জলাভূমিকে বাঁচানোর জন্য এবং বেআইনি নির্মাণ আটকানোর জন্য যে মামলা হয়, তাতে আদালতের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Post a Comment

Previous Post Next Post