আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) উপর নজর ছিল সকলেরই। অবশেষে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইট ম্য়ানেজমেন্ট তাঁকে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। উল্লেখ্য, আইপিএল নিলাম ইতিহাসে সবথেকে মূল্যবান বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন গ্রিন। যদিও তাঁকে দলে নেওয়ার জন্য কঠিন লড়াই করেছিল চেন্নাই সুপার কিংসও।
অ্যাডিলেড টেস্টে চূড়ান্ত ফ্লপ
কিন্তু, ২৪ ঘণ্টা যেতে না যেতেই একটা বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আসলে, ইংল্যান্ডের (England vs Australia) বিরুদ্ধে চলতি অ্যাসেজ সিরিজের (Ashes Series 2025-26) তৃতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই ম্য়াচটি অ্যাডিলেডে আয়োজন করা হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। প্রথম দিনের শেষে তারা ৮ উইকেট হারিয়ে ৩২৮ রান করেছে। তবে সদ্য নিলামে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া ক্যামেরন গ্রিন রানের খাতাই খুলতে পারলেন না। খেললেন মাত্র ২ বল। জোফ্রা আর্চারের বলে তিনি ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরে যান।
এই ইনিংসের পরই নাইট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, গ্রিনকে দলে নিয়ে আদৌ কোনও ভুল করল না তো কেকেআর ম্য়ানেজমেন্ট? কারণ, ২০২৪ সালে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়ে এই একই ভুল করেছিলেন ভেঙ্কি মাইসোররা। ভেঙ্কটেশকে প্রথমে রিলিজ় করে দেওয়া হলেও, নিলাম টেবিলে আবারও তাঁকে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে দলে ফিরিয়ে আনে। কিন্তু, যে পরিমাণ টাকা ভেঙ্কটেশের জন্য খরচ করা হয়েছিল, সেই তুলনায় তিনি পারফরম্য়ান্স করতে পারেননি। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট তাঁর জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্সই যাবতীয় অঙ্ক বদলে দেয়। ১১ ম্য়াচে মাত্র ১৪২ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৩৯.২২। এবার ক্যামেরন গ্রিনও কি সেভাবেই সমর্থকদের হতাশ করবেন? সেটা অবশ্য সময়ই বলবে।
ক্যামেরন গ্রিনের আইপিএল কেরিয়ার
এবার ক্যামেরন গ্রিনের আইপিএল ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। ২০২৩ সালে প্রথমবার আইপিএল টুর্নামেন্ট খেলতে এসেছিলেন ক্যামেরন গ্রিন। তারপর থেকে দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আইপিএল টুর্নামেন্টে তাঁর রেকর্ড এককথায় অসাধারণ। এই টুর্নামেন্টে তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর ১০০ রান।