জামাতের থেকেও বিপজ্জনক উগ্র গোষ্ঠীর আস্ফালন, বিচার সুষ্ঠু হলে হাসিনার সাজা হবে: সিপিবি


কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বদল। ব্যাটন এ বার আন্দোলন সংগ্রামের দামাল নেতানেত্রীর হাতে। ২০২৬ এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন। আওয়ামী লীগ নেই। লড়বে বিএনপি, জামাত, এনসিপি। ময়দানে কমিউনিস্টরাও।

বিগত সময়ে দক্ষিণ এশিয়ায় দুর্বল থেকে দুর্বলতর হয়েছে বাম। ভ্রাতৃপ্রতিম মার্ক্সবাদীরা জমি হারিয়েছে বাংলায়। কী হবে বাংলাদেশে? লাল সূর্য উঠবে মুক্তিযুদ্ধের দেশে?

Post a Comment

Previous Post Next Post