'মোদী কোনও চাপের কাছে মাথা নত করবেন না', পুতিনের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি ট্রাম্প?


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভারত সফরকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে সরকারি সূত্রে খবর। এর মধ্যেই ভারতকে কেন্দ্র করে মার্কিন শুল্ক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন নেতা নন, যিনি কোনও চাপের সামনে নতি স্বীকার করবেন।” আমেরিকা কি শুল্কের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে? এই প্রশ্নের জবাবেই তিনি এই প্রতিক্রিয়া দেন।

সংবাদমাধ্যম-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেরও প্রশংসা করেন। তিনি জানান, বিশ্ব আজ ভারতের স্থির ও অটল নীতি প্রত্যক্ষ করছে এবং এ জন্য দেশটির গর্বিত হওয়া উচিত। পুতিন দাবি করেন, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক লেনদেনের ৯০ শতাংশেরও বেশি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দুই দেশের সম্পর্কের দৃঢ়তাকেই প্রকাশ করে।

পুতিন আরও বলেন, তাঁর বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। দুই নেতা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরবর্তী বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হবে, এবং এবার সেই প্রতিশ্রুতিই পূরণ হতে চলেছে।

ভারত-রাশিয়া সম্পর্ককে “বিশেষ ঐতিহাসিক বন্ধন” বলে উল্লেখ করে পুতিন জানান, দুই দেশের সহযোগিতার পরিধি বর্তমানে আগের চেয়ে অনেক বিস্তৃত। স্বাধীনতার পর মাত্র ৭৭ বছরে ভারতের অসাধারণ উন্নয়নকেও তিনি বিশেষভাবে প্রশংসা করেন।

উল্লেখ্য, পুতিন এখন পর্যন্ত নয়বার ভারত সফর করেছেন। যার মধ্যে তিনটি (২০১৬, ২০১৮, ২০২১) মোদী সরকারের সময়ে। ডিসেম্বরের এই সফর হবে তাঁর দশম ভারত সফর। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতবার রাশিয়া সফর করেছেন, যা দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের আরেকটি উদাহরণ।

Post a Comment

Previous Post Next Post