দীর্ঘ আইনি লড়াই ও বিতর্কের পর বড়সড় স্বস্তি পেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কলকাতা হাইকোর্টের দেওয়া বিধায়ক পদ খারিজের নির্দেশের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত বিধায়ক পদ বজায় থাকছে অসুস্থ এই নেতার। মুকুল রায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে ‘মানবিক’ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।
মানবিক কারণে স্থগিতাদেশ
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ও পরবর্তীকালে বিজেপি নেতা মুকুল রায়। তাঁর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, বর্তমানে উনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধায়ক হিসেবে প্রাপ্ত সুযোগ-সুবিধাগুলি তাঁর চিকিৎসার খরচ মেটাতে জরুরি হতে পারে। এই মানবিক দিকটি বিচার করেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।
মামলার প্রেক্ষাপট
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়। কিন্তু নির্বাচনের পর তিনি পুনরায় তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। এর পরেই দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়।