এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর! হতবাক মোহনবাগান সমর্থকরা


বিগত কয়েকদিনের মধ্যে রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তির ডাক পড়েছে SIR শুনানিতে। এবার সেই তালিকায় যুক্ত হল মোহনবাগান অ্য়াথলেটিক ক্লাবের (Mohun Bagan) প্রাক্তন সভাপতি টুটু বসুর (Tutu Bose)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্টে এমন কথাই জানিয়েছেন। এরপর খবরটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে শুধুমাত্র টুটু বসু একা নন, গোটা বসু পরিবারকেই তলব করা হয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে।

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের উন্নয়নে স্বপন সাধন ওরফে টুটু বসুর অবদান যে কতখানি, সেটা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় মোহনবাগান ফুটবল ক্লাব যখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিল, সেইসময় আশার আলো দেখিয়েছিলেন টুটু বসু। এই ঋণের কথা ইতিপূর্বে মোহনবাগানের একাধিক ফুটবলার স্বীকার করেছিলেন। এবার তাঁকেও যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটাই সবুজ-মেরুন সমর্থকরা মেনে নিতে পারছেন না।

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট:
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটু বাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। 19 জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।'

কেন ডাকা হল টুটু বসুকে?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে হাজিরা দিতে হবে বসু পরিবারকে। সূত্রের খবর, ২০০২ সালে ভোটার তালিকায় নাকি তাঁদের নাম খুঁজে পাওয়া যায়নি। যদিও পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সেইসময় তাঁরা হাঙ্গার ফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন। যদিও বর্তমানে তাঁরা কলকাতা পৌরনিগমে ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই এলাকাটি বালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। আরও দাবি করা হয়েছে যে BLO-র পক্ষ থেকে আগে আশ্বস্ত করা হয়েছিল, সবকিছু ঠিকঠাক রয়েছে। যদিও পরবর্তীকালে জানানো হয়, তাঁদের হাজিরা দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post