কন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে গ্রামবাসীকে বিলি


করোনা- থেকে বাঁচাতে স্ব-উদ্যোগে কন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে সেই মাস্ক গ্রামবাসীকে বিলি করে কন্যাশ্রী সম্মান পেল ইন্দাসের গোবিন্দপুর গ্রামের এক ছাত্রী। পায়েল নন্দী নামের ওই পড়ুয়া ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। আজ ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসেই পায়েলকে পুরস্কারে ভূষিত করবে রাজ্য সরকার।
পায়েল জানিয়েছে, করোনার ভয়াবহতা নিজের চোখে সে শুধুমাত্র দেখেনি, উপলব্ধিও করেছে। এর ফলেই সে সিদ্ধান্ত নেয়, গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে হবে। তারপরেই নিজের কন্যাশ্রীর টাকা জমিয়ে গ্রামবাসীর জন্য মাস্ক কিনে ফেলে। মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিলি করে পায়েল।

Post a Comment

Previous Post Next Post