প্রচন্ড গতিতে চালাতে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কে ধাক্কা


দুপুর ১ টা নাগাদ খড়দহ থানা এলাকায় একটি কর্তব্যরত ট্রাফিক পুলিশ চলন্ত গাড়ির সামনে পড়ে যায় এবং ধাক্কা মারার অভিযোগে বিজেপি নেতা সহ ৩ জন কে গ্ৰেফতার করা হয়েছে এবং বিজেপি নেতার গাড়িও আটক করা হয়েছে। কলকাতা উত্তর শহরতলির বিজেপি র যুব মোর্চা র সম্পাদক জয় সাহা তিনি গাড়ি করে আসছিলেন সোদপুর ট্রাফিক মোড় পেরোনোর সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এর সামনে গাড়িটি চলে আসে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছে পুলিশের বক্তব্য এটাই। এই অভিযোগে জয় সাহা সহ ৩ জন কে গ্ৰেফতার করা হয়েছে এবং তাদের ১ জনের কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জয় সাহা র পক্ষ থেকে দাবি করা হয়েছে রে এটি তার নিরাপত্তা রক্ষীর। এই ঘটনার আগে জয় সাহা র স্ত্রী এশা কুন্ডু দাবি করেছেন যে তিনি যখন সোদপুরের ট্রাফিক বোর্ডের কাছ থেকে যাচ্ছিলেন তখন তার গাড়ি লক্ষ্য করে ইট মারা হয় তাকে মারার উদ্দেশ্যে ইট ছোড়া হয় তার গাড়ি টিও ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। সেই সময় গাড়িটি প্রচন্ড গতিতে চালাতে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কে ধাক্কা মারে। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে বিজেপি র ঐ যুব মোর্চা র নেতা জয় সাহা র গাড়ি প্রচন্ড গতিতে বেপরোয়া ভাবে আসছিল। সেই সময় গাড়ির সামনে পড়ে যান কর্তব্যরত ঐ পুলিশ কর্মী। তখনই তিনি গুরুতর জখম হন। তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Post a Comment

Previous Post Next Post