আসতে চাইলে স্বাগত', ত্রিপুরায় বাম নেতাদের উদ্দেশে বার্তা Bratya Basu-র


২০২১ বিধানসভা ভোটে এ রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর, তৃণমূলের টার্গেট এখন ২০২৩-এ ত্রিপুরা জয়। বিপ্লব দেবের রাজ্যে ঘাসফুল ছড়াতে, সেখানকার বাম নেতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু।

এদিন ত্রিপুরার বাম নেতাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, "এখানকার বাম নেতাদের সঙ্গে ত্রিপুরার বাম নেতাদের একটা চরিত্রগত বৈশিষ্ঠ রয়েছে। তাঁরা গ্রাউন্ড রিয়্যালিটি বোঝেন। তাঁরা অনেক বেশি বাস্তববাদী। তাঁরা জানেন একমাত্র বিজেপির মোকাবিলা করতে পারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল। তাই তাঁদের কেউ কেউ যদি আমাদের সঙ্গে আসতে চান আসবেন।" তবে বামেদের সঙ্গে কি ত্রিপুরায় জোট করবে তৃণমূল? শিক্ষামন্ত্রীর সাফ জবাব, "বামেদের সঙ্গে জোট হবে না। তবে বাম নেতাদের কেউ আসতে চাইলে, স্বাগত"।

Post a Comment

Previous Post Next Post