ক্লাব ভাঙচুর ঘিরে অশান্তি, বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার!



কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে ক্লাব ভাঙচুর ঘিরে তুলকালাম। সাঙ্ঘাতিক ছবির সাক্ষী রইল এবিপি আনন্দ। শুক্রবার বিকেলে মুচিপাড়া এলাকায় দরজা ভেঙে গ্রেফতার করা হল বিজেপি নেতা সজল ঘোষকে। 
জানা গেছে, ঘটনার সূত্রপাত একটি ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় এক ক্লাব ভাঙচুর করেছে। স্থানীয় তৃণমূল সমর্থকদের দাবি, এই ক্লাবের সঙ্গে যুক্তরা ইভটিজিংয়ের সঙ্গে যুক্ত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্থানীয় এক মহিলার উদ্দেশে ক্লাব থেকে 'সজল ঘোষের অনুগামী' ছেলেরা কটূক্তি করে। তারপরই অশান্তি শুরু হয়। যদিও, ক্লাব ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল। 
অন্যদিকে তৃণমূল সদস্যদের দাবি, একটি দোকান ভাঙচুরেও অভিযুক্ত ক্লাব সদস্যেরা । 

Post a Comment

Previous Post Next Post