মৌমিতা চক্রবর্তী: তারুণ্যের দাবি উঠেছিল আগেই। ঘুরে দাঁড়াতে তরুণ মুখের উপরেই জোর দিচ্ছে সিপিএম। সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বাংলার তরুণ নেতা-নেত্রীরা। সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস, সায়নদীপ মিত্র, মীনাক্ষি মুখোপাধ্যায় ও প্রতীকুর রহমানের নাম নিয়ে চলছে ভাবনাচিন্তা। শুক্রবার রাজ্য কমিটি একটি 'মূল কথা'য় সম্মত হয়েছে, উচ্চবর্ণ ও মধ্যবিত্ত ঘরানা থেকে সরতে হবে দলকে। পৌঁছতে হবে গরিবের কাছে।