ত্রিপুরায় লড়াই এবার আইনি পথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে 'বেআইনি' FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল। মামলাটির শুনানি হবে বুধবার।
ত্রিপুরায় গিয়ে দফায় দফায় 'হামলা'র মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহারা। গ্রেফতার করা হয় তাঁদের। দলের 'আক্রান্ত' নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষপর্যন্ত ৫০ হাজার ব্যক্তিগত বণ্ডে জামিন পান ধৃতেরা।
এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। বাদ যাননি সাংসদ দোলা সেন, মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এমনকী ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসও। কেন? জানা গিয়েছে, খোয়াই থানার বসে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিসের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন ওসি মনোরঞ্জন দেববর্মা। এ রাজ্যের শাসকদলের ৬ নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন 186/34 ধারায়।
যদিও পুলিসের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল।