Flight Fare Hike: টান পড়ছে পকেটে! অন্তর্দেশীয় বিমানের ভাড়া বাড়াল কেন্দ্র
byখবর বাংলা সংবাদ-
0
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে বিমানে চড়তে গেলে গুনতে হবে অতিরিক্ত টাকা। ১৩ অগাস্ট থেকে বাড়ল অন্তর্দেশীয় বিমানের ভাড়া। বৃহস্পতিবার রাত থেকে অন্তর্দেশীয় বিমানের ভাড়া প্রায় ১২.৫ শতাংশ বাড়াল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।