Delta+ Variant: ডেল্টা প্লাস প্রজাতি হানায় মৃত্যু, মুম্বইতে এই প্রথম! উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্রে


নিজস্ব প্রতিবেদন: ডেল্টা প্লাস কোভিড ভ্যারিয়েন্টে প্রথম রোগীর মৃত্যু হল মুম্বইয়ে। ২১ জুলাই করোনা পরীক্ষা পজিটিভ হওয়ার পর ২৭জুলাই ৬৩ বছরের এক মহিলা মারা যান। হাসপাতালের তরফে জানান হয়েছে, তাঁর ডায়াবেটিস-সহ বেশ কিছু সংক্রামক রোগ ছিল।
গত মাসে রত্নগিরির এক ৮০ বছরের মহিলার ডেল্টা প্লাসে মৃত্যুর পর মহারাষ্ট্রে এটি দ্বিতীয় মৃত্যু। উল্লেখ্য, মুম্বইয়ের এই মহিলাকে টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছিল এবং শহরের সাতজন রোগীর মধ্যে তাঁর রিপোর্ট ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ ছিল। মুম্বইয়ের নাগরিক সংস্থা বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন) রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে ফলাফল পাওয়ার পর সাতজন রোগীর সঙ্গে যোগাযোগ শুরু করে।

Post a Comment

Previous Post Next Post