আইপিএলের দ্বিতীয় পর্বে নাইট রাইডার্স কিন্তু বেশ ভাল ছন্দে। খুব অল্পের জন্য চেন্নাই ম্যাচ হাতছাড়া হলেও, এই পর্বে কলকাতা ব্রিগেড কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের মতো তথাকথিত হেভিওয়েট টিমগুলোকে হারিয়েছে। এতে আত্মবিশ্বাস বেড়েছে মর্গ্যান ব্রিগেডের। এখন প্লে-অফে পৌঁছানোর স্বপ্ন বিভোর তিলোত্তমা।
১৬তম ওভারে কাগিসো রাবাডাকে পিটিয়ে ২১ রান নেয় কলকাতা। আর ওভারটাই ম্যাচের রং বদলে দেয়। এই ওভারে ৫ বলে নারিন একাই ১৯ রান করেন। তখনই দিল্লির হাত থেকে ম্যাচ বের হয়ে যায়। নারিনের পাশাপাশি ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন নীতিশ রানা। এই ম্যাচ জিততে তাঁর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। উল্টোদিকে যখন একের পর এক উইকেট পড়ে চলেছে, তখন ক্রিজে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন রানা। তিনি আউট হয়ে গেলে কিন্তু কলকাতার হাত থেকেও ম্যাচ বের হয়ে যেতে পারত।
১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে নাইট রাইডার্স। ৩ উইকেটে ম্যাচ জেতে তারা। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থেকে গেল কলকাতা। দিল্লি আবার ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে থেকে গেল।