বেহালার বুকে সাড়া ফেলে দেওয়া এই গানটির স্রষ্টা কে জানেন ? আসুন এক নজরে জেনে নেওয়া যাক!


দেবকুমার চন্দ চিফ এডিটরঃ

নিজস্ব প্রতিবেদন :     বেহালার বুকে এক কথায় সাড়া ফেলে দিয়েছিল এই গান। "পার্থদা কেই আবার চাই"  বেহালা পশ্চিম  তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দলীয় কর্মীদের রীতিমতো উদ্দীপিত করে তোলে এই গানের কথা গুলি । বাংলার মাটিতে যখন রাজনৈতিক টালমাটাল অবস্থা। ঠিক সেই সময় বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক উন্নয়নের কাহিনী দিয়ে মোড়া গানের লেখা উঠে আসতে শুরু করে লেখকের কলমে । সেই সব মিলিয়ে লেখক তৈরি করে ফেললেন গানের কথা ও সুর। কণ্ঠ দিলেন গায়ক কেশব দে । গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বেহালার মানুষসহ পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত অনুরাগীদের অনুপ্রাণিত করতে শুরু করে। এরপর ক্রমশই ভাইরাল হয়ে পড়ে গানটি । বহু দলীয়কর্মী তো বটেই তাছাড়াও বেহালার বহু সাধারণ মানুষের ফোনের রিংটোন এবং কলার টোন হিসেবেও উঠে আসতে শুরু করে এই গানটি । এই জনপ্রিয় গান যার লেখা ও ভাবনায় তৈরি তার নাম শান্তনু রায় । তিনি পেশায় একজন সাংবাদিক হলেও গান লেখাতেও কোন অংশে কম যান না তিনি। শুধু গানটি লিখেছেন তাই নয় গানের কথা সুর ও ভাবনা সমস্ত তাই তার নিজস্ব। এই গানটি বহু দলীয় কর্মী সহ সাধারন মানুষের মন কেড়ে নিলেও যার লেখা , সুর ও ভাবনা থেকে সৃষ্টি এই গান তার এই নামটাই অনেকে হয়তো জানেন না । নির্বাচনের সময় তো বটেই কিন্তু এখনো পর্যন্ত এই গান জনপ্রিয় হয়ে থেকে গিয়েছে বেহালার বুকে। সাংবাদিক শান্তনু রায় সৃষ্টি এই গান আজও বেহালার বুকে মানুষের মনে দাগ কেটে রেখেছে বলা যেতে পারে।
আসুন এক ঝলকে সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়া যাক এই প্রতিভাবান সাংবাদিক একাধারে শিল্পী শান্তনু রায়ের বিষয়ে সংক্ষেপে কিছু কথা।

শান্তনু রায়, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে সাফল্যের সাথে সাংবাদিকতা করে এসেছেন তিনি।
2021 এর বিধানসভা নির্বাচনে বেহালায় তার প্রথম পদার্পণ ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের মিডিয়া সেক্রেটারি হিসেবে। তারপর থেকেই তাঁর একমাত্র লক্ষ্য ছিল পার্থ চট্টোপাধ্যায়ের করা উন্নয়ন বেহালার মানুষের মনে গেঁথে দেওয়া । অবশ্য তার এই লক্ষ্যে সে অভূতপূর্ব সাফল্য পেলেও বেহালার বুকে আজ পাওয়া যায় না তাকে । কিন্তু তার সৃষ্টি আজও রয়ে গেছে বেহালার মানুষের মনে ।
শুধু গান নয় সে তার বিভিন্ন সংবাদ পরিবেশন, ভাবনা, লেখা এবং সম্প্রচারের মাধ্যমে বেহালার মানুষকে বুঝিয়ে ছিলেন বেহালা পশ্চিমের উন্নয়ন একমাত্র করতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।

গানটি রইল আপনাদের জন্য :



1 Comments

Previous Post Next Post