নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন রাজনৈতিক খবর, তরজা মতভেদ তো রয়েছেই তার মধ্যেও কিছু কিছু জিনিস মন ছুঁয়ে যায় নেটিজেনদের । আর নেটিজেনদের মন ছুঁয়ে যাওয়া মানেই সেটা ভাইরাল । এমনই একটি ভিডিও তুমুল ভাইরাল হলো নেট দুনিয়ায়। সম্প্রতি THE WALL নামক একটি ওটিটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় একটি নাচের ভিডিও । ভিডিওতে দেখা যায় শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটি রবীন্দ্র সংগীতের সাথে সাথে নাচছেন এবং শোভন চট্টোপাধ্যায় তালে তাল মিলিয়ে হাততালিও দিচ্ছেন । এই ভিডিও তুমুল ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে বিতর্ক রয়েছে আগে থেকেই এই বিতর্ককে আরো একটু যেন উসকে দিল এই ভিডিও । কারো কারো বিনোদনের জন্য এই ভিডিওটি ভালো লাগলেও কারো কারো কাছে আবার তুমুল ট্রোলিং এর শিকার হলো এই ভিডিও । অনেকেই যেন এই নাচকে ভাল মনে মেনে নিতে পারছেন না আবার অনেকের কাছে আবার হাসির খোরাকও হয়েছে বটে ।
সব সময় সাধারণ মানুষের সামনে রাজনৈতিক দুটি ব্যক্তিত্ব হিসেবেই দেখে এসেছেন শোভন এবং বৈশাখীকে । কিন্তু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি ভাবে যুক্ত নেই তাঁরা। বরং একটি ফটোশুটে তাদের দুজনের জুটি আরো একবার উঠে এলো মানুষের সামনে ।
তবে একটা কথাই বলার, কথায় রয়েছে " নানা মুনির নানা মত।" আর তাই কেউ কেউ এই গান বাজনা, নাচকে বিনোদন হিসেবে নিচ্ছেন, কেউ আবার হাসির খোরাক করে তুলছেন। কারো মতে এটা পাগলামি আবার কারো মতে বিনোদন । মতভেদতো থাকবেই! তাই না
চলুন যে ভিডিও নিয়ে এত মতভেদ দেখে আসা যাক এক ঝলক ।