চাঁদের চির-ছায়াবৃত অঞ্চলে জলের অস্তিত্ব নিশ্চিত করল চন্দ্রযান-২


আর অনুমান, সম্ভাবনা নয়। এবার একেবারে নিশ্চিত করা হল যে, চাঁদে জলের অস্তিত্ব
 আছে। 

চন্দ্র যান -২ হল ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান মিশন। আমদাবাদের Space Applications Centre (SAC)-য়ে এর প্রস্তুতি শুরু হয়েছিল। সম্প্রতি এই চন্দ্রযান দ্ব্যর্থহীন ভাষায় চাঁদের জলের অস্তিত্বের কথা ঘোষণা করেছে। তারা বলেছে, চাঁদের যে অংশে কখনও আলো পৌঁছয় না, সেখানেই বরফাকারে এই জলের অস্তিত্ব মিলেছে। ISRO-র বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন।চাঁদের এই চির ছায়াবৃত অঞ্চলের একটি নামও রয়েছে-- Permanently shadowed regions বা পিএসআর (PSR)। আসলে যেহেতু এই PSR-য়ে আলো পৌঁছয় না, তাই এই অঞ্চলের ছবি তোলাও ততটা সহজ হয়নি। ফলে বিষয়টি এতদিন অস্পষ্টই ছিল।
চন্দ্র যান -২-তে যে সব অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে তারই ফলে এটা জানা সম্ভব হল। এই যানে স্থিত রাডারে এই জলের অস্তিত্ব ধরা পড়েছে। ISRO chairperson K Sivan জানিয়েছেন, উচ্চমানের বিরল ক্ষমতাসম্পন্ন সব যন্ত্রপাতির কল্যাণেই এটা সম্ভব হল। 

Post a Comment

Previous Post Next Post