রাজ্যের বাকি চার কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন বাকি রয়েছে শান্তিপুর, গোসাবা, দিনহাটা এবং খড়দা বিধানসভার। কমিশন জানাচ্ছে, পুজোর পর আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রের ভোটগ্রহণ হবে। গণনা হবে আগামী ২ নভেম্বর।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ মোট ১৪টি রাজ্যের ৩০টি আসনের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের একটি, অসমের পাঁচটি, বিহারের দুটি, হরিয়ানার একটি, হিমাচল প্রদেশের তিনটি, কর্নাটকের দুটি, মধ্যপ্রদেশের তিনটি, মহারাষ্ট্রের একটি, মেঘালয়ের তিনটি, মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের দুটি এবং তেলঙ্গানার একটি আসন। এছাড়াও রয়েছে তিন লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন। যেই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের একটি করে আশন এবং দাদরা ও নগর হাভেলির একটি আসন।