এবার বড় পর্দায় দাদাগিরি! বায়োপিকের ঘোষণা করলেন স্বয়ং সৌরভ


অপেক্ষার অবসান। সব জল্পনা সত্যি করে সামনে এল সুখবর। দাদার বায়োপিক হবে বলিউডে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবন এবার ধরা পড়বে সিলভার স্ক্রিনে। বেশ কিছুদিন ধরেই এই বায়োপিক নিয়ে নানা খবর শোনা যাচ্ছিল। শনিবার ৯ সেপ্টেম্বর অফিশিয়াল ঘোষণা করলেন স্বয়ং মহারাজ। টুইট করে BCCI প্রেসিডেন্ট ও ভারতের প্রাক্তন অধিনায়ক জানালেন, ‘ক্রিকেট আমার জীবন। ক্রিকেটই আমাকে সেই কনফিডেন্স দিয়েছিল মাথা উঁচু করে জীবনে এগিয়ে যেতে। এমন এক সফর যা সারা জীবন চেরিশ করব। আমি থ্রিলড… Luv Films আমার বায়োপিক প্রযোজনা করবে এবং বড় পর্দায় আমার এই সফরকে জীবন্ত করে তুলবে।’

প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট Taran Adarshও তাঁর ফেসবুক পেজে এই সুখবর জানিয়েছেন। লিখেছেন, ‘কিংবদন্তী সৌরভ গাঙ্গুলির বায়োপিক। প্রোডিউসার Luv Ranjan এবং Ankur Garg এই বায়োপিকের ঘোষণা করেছেন। এই সম্পর্কে বাকি তথ্য পরে জানা যাবে।’

কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই খবরের সত্যা স্বীকার করেছেন। সৌরভ বললেন, ‘হ্যাঁ, এই বায়োপিকের জন্য আমি মত দিয়েছি। এই বায়োপিক হিন্দি ভাষায় তৈরি হবে। তবে পরিচালকের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়। সবকিছু চূড়ান্ত হতে, এখনও অনেকটাই সময় লাগবে।’

তবে শোনা যাচ্ছে, এই সিনেমার স্ক্রিপ্ট নাকি ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। সৌরভের সঙ্গে প্রযোজনা সংস্থা বেশ কয়েকবার আলোচনাও সেরে ফেলেছেন। সূত্র থেকে জানা গেছে, কোন অভিনেতা সৌরভের চরিত্রে অভিনয় করবেন, সেটাও নাকি প্রযোজনা সংস্থাই ইতিমধ্যে ঠিক করে ফেলেছে। জানা গিয়েছে, সৌরভের চরিত্রে অভিনয় করার দৌড়ে রনবীর কাপুরই সবথেকে এগিয়ে রয়েছেন। তবে আরও দুজন অভিনেতাকে এই রোলের অফার করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, এই সিনেমার স্ক্রিপ্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গোটা ক্রিকেট কেরিয়ারের কথাই তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের অভিষেক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, সবকিছুই এই বায়োপিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। মহারাজের জীবনের প্রত্যেকটা ধাপকেই মোটামুটিভাবে এই বায়োপিকে তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।
সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিনেপ পর এবার বড় পর্দায় আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বক্স অফিসে যে সাড়া ফেলেছিল, স্বাভাবিকভাবেই তার সঙ্গে তুলনা চলে আসবে মহারাজের বায়োপিকের। কোন অভিনেতাকে অবশেষে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বেঙ্গল টাইগারের চরিত্রে এটিই এখন কোটি টাকার প্রশ্ন।

Post a Comment

Previous Post Next Post