'ষড়যন্ত্রের বলি হয়ে ফের ভোটে দাঁড়াতে হল', ভবানীপুরে প্রচার শুরু করে তোপ মমতার



#কলকাতা:ভবানীপুরে নির্বাচনের প্রচারে নেমেই কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়া মাত্রই কেন্দ্রীয় এজেন্সিগুলি ফের তৃণমূলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে৷ সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল নেতাদের তলব করছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, ষড়যন্ত্রের বলি হয়েই ফের নির্বাচনে লড়তে হচ্ছে তাঁকে৷ তবে ভবানীপুরে নিজের ঘরে ফিরতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এ দিন ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ তুলে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলনেত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, 'যেই নির্বাচন ঘোষণা হয়েছে এজেন্সি নাচতে শুরু করেছে৷ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মিলে যা ইচ্ছে তাই করে যাচ্ছে৷ নির্বাচন ঘোষণা হল, অভিষেককে ডেকে পাঠালো, পার্থ চট্টোপাধ্যায়কে ডাক পেল৷' প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর দিল্লিতে গিয়ে ইডি জেরার মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই চিট ফান্ড কাণ্ডে ফের পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিবিআই৷

Post a Comment

Previous Post Next Post