বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার বিপুল ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে। সামশেরগঞ্জে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ। জঙ্গিপুরে ছিল ৭৭.৬৩ শতাংশ ভোটদাতা। রবিবার জঙ্গিপুর পলিটেকনিক কলেজে আগামী কাল সকাল ৮টা থেকে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা শুরু হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে দুটি বিধানসভার জন্য তিনটি করে জায়গায় গণনা হবে। দুটি রুমে ইভিএম গণনা ও একটি রুমে পোস্টাল ব্যালোটের গণনা হবে। সামশেরগঞ্জের জন্য ২৪ রাউন্ড গণনা হবে এবং জঙ্গিপুরের জন্য ২৬ রাউন্ড গণনা হবে। ১৪৪ ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রের চারপাশে। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তিন গণনা স্থান। প্রস্তুতি সারা এখন প্রতীক্ষা নির্বাচনের ফলাফলের।
পোস্টাল ব্যালটে সামশেরগঞ্জে এগিয়ে ২৩৪ ভোটে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় কংগ্রেস ২১৮ ভোটে। ২০১১ সালে এই আসন ছিল বামেদের দখলে। তার পর ২০১৬-য় সেখানে ফুটেছে ঘাসফুল।