ভবানীপুরে ভোট গণনার আগেই প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী! কেন?


#কলকাতা:ভবানীপুরে (Bhabanipur Bypoll Results 2021) ভোট গণনা শুরু হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ একই সঙ্গে ভবানীপুর বিধানসভা এলাকার সব থানার ওসি-দেরও চিঠি দিয়েছেন তিনি৷ বিজেপি প্রার্থীর আশঙ্কা, ভবানীপুরে (Bhabanipur) ভোট গণনা মিটলেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে যাবে৷

প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও করে৷ অতীতে আমরা সেটাই দেখেছি৷ ভবানীপুরেও এরকম হবে বলেই আমার আশঙ্কা৷ সেই কারণেই চিঠি দিয়েছি৷'

যদিও বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল৷ রাজ্যের পরিবহণমন্ত্রী এবং তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, 'গোটা দেশে বিজেপি এরকমই অপপ্রচার চালাচ্ছে বাংলা এবং তৃণমূলকে বদনাম করার জন্য৷ কোথাও কোনও ভোট পরবর্তী হিংসা হবে না৷ আমরা উৎসব করব, আবির খেলবো, মিষ্টি খাবো৷ ভবানীপুরে বিজেপি তো নেই, তাহলে হিংসা হবে কী করে?'

Post a Comment

Previous Post Next Post