সামান্য কমল কোভিড সংক্রমণ। গত সপ্তাহে কোভিড গ্রাফ নিম্নমুখী থাকলেও, বিগত দু’ দিনে আচমকাই বাড়তে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। শনিবার মিলল স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দু’ লাখ ৭৩ হাজারভ ৮৮৯। গত ১৯৭ দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম এদিন। তবে এখনও সংক্রমণের শীর্ষে কেরালা। মোট আক্রান্তের মধ্যে ১৩ হাজার ৮৩৪ জন ওই রাজ্যেই আক্রান্ত হয়েছে।
এদিকে শুক্রবার বঙ্গেও বেশ কিছুটা কমেছে কোভিড সংক্রমণ। তবে সংক্রমিতের সংখ্যা ৭০০-এর উপর হওয়ায়, চিন্তা এখনও কাটেনি। সামনেই পুজো হওয়ায় চিন্তা বাড়ছে ক্রমাগত। নবান্ন জানিয়েছে, বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ১৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৪ জন। সক্রিয় Covid 19 আক্রান্তের সংখ্যা ৭৫৭১।
রাজ্যে Corona সংক্রমণের ক্ষেত্রে চিন্তা রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে নিয়ে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৬। কলকাতায় করোনার জেরে মৃত্যু হয়েছে চারজনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এখানেও মৃত্যু হয়েছে চার জনের।