বেহালা ছন্দনীড় নৃত্য শিক্ষায়তনের পরিবেশনায় শারদ শুভেচ্ছায় আগমনীর নৃত্য শুটিং পর্ব।


দুর্গাপুজো এক্কেবারে বাঙালির দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে ।
৬ ই অক্টোবর দিন থেকেই পূজার আগমনী বার্তা বাঙালির মনে পুজোর আমেজ এনে দিতে চলেছে। করণা মহামারীর কারণে বাঙালি প্রায় বেশিরভাগ আনন্দ-উচ্ছ্বাস অনেকটা কমে গিয়েছে । লাইন দিয়ে মণ্ডপে প্রবেশ করে প্রতিমা দর্শনের সেই আমেজ মানুষ প্রায় ভুলেই গিয়েছে। সবটাই যেন গ্রাস করেছে ভার্চুয়াল । কিন্তু মহালয়ার দিন বাঙালির আলাদা এক উদ্দীপনা আজও রয়ে গিয়েছে । সেই কথাকেই মাথায় রেখে বেহালা রবিন্দ্রনগর ছন্দনীড় ডান্স একাডেমি ভার্চুয়ালি আগমনী বার্তা এবং নৃত্য ভার্চুয়ালি সম্প্রচারের মাধ্যমে বাঙালির মনে আগমনির সেই আনন্দ ফিরিয়ে দিতে চলেছে ।
নৃত্য পরিচালনায় কুশল চক্রবর্তী ।


Post a Comment

Previous Post Next Post