অকাল হোলি শুরু মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, আবির খেলায় মাতলেন কর্মীরা


যতই রাউন্ড একের পর এক শেষ হচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন বড় ব্যবধানে। ক্রমশ পিছিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জামানত ধরে রাখা এখন চ্যালেঞ্জ সিপিআইএম প্রার্থীর কাছে।
এখনও সমস্ত গণনার রাউন্ড শেষ হয়নি। কিন্তু দুদিকে দু’‌রকম ছবি সামনে চলে এলো। একদিকে বিজেপির দুই পার্টি অফিসে পিন পড়ার নীরবতা। শুনশান কার্যালয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অকাল হোলি। অর্থাৎ আবির খেলা শুরু করেছেন কর্মী–সমর্থক থেকে সাধারণ মানুষ। আর মুখে স্লোগান খেলার ফলাফল ৩–০।

Post a Comment

Previous Post Next Post