শুক্রে কৌশিকী অমাবস্যা, তিথি নক্ষত্র দেখেই কলকাতার ৩ রুটে মেট্রো উদ্বোধনে মোদী?


আগামিকাল কৌশিকী অমাবস্যা। হিন্দুধর্মে অত্যন্ত শুভ একটি দিন। মনে করা হয়, এই তিথি হলো মনোস্কামনা পূরণের দিন। তারাপীঠে মহা ধূমধামের সঙ্গে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন বলে মনে করা হয়। যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার সিদ্ধিলাভ করতেই কি মেট্রোরেলও এই দিনটিকেই নতুন রুট উদ্বোধনের জন্য বেছে নিল?

কৌশিকী অমাবস্যায় মেট্রো উদ্বোধন

আগামিকাল ২২ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুসারে, ৫ ভাদ্র শুক্রবার পালিত হবে কৌশিকী অমাবস্যা। পুরাণ অনুসারে এই বিশেষ দিনে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় হয়েছিল। কৌশিকী রূপ ধারণ করেই দুই অসুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন দেবী মহামায়া। মনে করা হয়, এই দিনে মা তারা কাউকে খালি হাতে ফেরান না। তন্ত্রসাধনার এই বিশেষ দিনেই এ বার কলকাতার পরিবহণ ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা হবে।

কোন ৩ রুটে নতুন মেট্রো?

  • ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হচ্ছে। এর ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত পুরো গ্রিন লাইন চালু হয়ে যাবে।

  • অরেঞ্জ লাইনে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং) পর্যন্ত এই রুট বেলেঘাটা পর্যন্ত প্রসারিত হবে।

  • ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। এর ফলে কলকাতার বাসিন্দারা সরাসরি মেট্রো করে বিমানবন্দরে পৌঁছতে পারবেন।

    শহরে প্রধানমন্ত্রী

    কৌশিকী অমাবস্যায় কলকাতার তিন নতুন মেট্রো রুট উদ্বোধন করতে শুক্রবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গবাসীকে তিন নতুন রুটে মেট্রো উপহার দিতে কাল বিকেল ৪টে ৫ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। কৌশিকী অমাবস্য়ায় নতুন মেট্রো রুট উদ্বোধন করে কি তারা মায়ের কাছে বিশেষ কোনও মনোবাসনা পূরণের অনুরোধ জানাবেন তিনি? এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সময় অনলাইনকে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন মাঝেমধ্যেই বাংলাতে সময় দিচ্ছেন। প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত থাকেন, তার মাঝেই উনি সময় দিয়ে এ রাজ্যে আসছেন। উনি ওঁর সময়-সুবিধে দেখেই ২২ তারিখ বেছেছেন। এখানে অন্য কোনও বিষয় নেই।’

    কলকাতা মেট্রোও এমন বিষয়ে আমল দিতে রাজি নয়।

Post a Comment

Previous Post Next Post