ভবানীপুর উপনির্বাচনে (By-Poll) আজ হাইভোল্টেজ লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) এবং সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস। গত কয়েক সপ্তাহ ধরে জমজমাট প্রচার করেছেন তিন আইনজীবী। আজ ফলাফল ঘোষণার দিন। কার ভাগ্যের শিকে ছেঁড়ে সেদিকে তাকিয়ে গোটা বাংলা তথা দেশ।
ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ। পোস্টাল ব্যালটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শুরু হয়েছে প্রথম রাউন্ডের ভোট গণনা। ভবানীপুরে ২১ রাউন্ড গণনা হবে।