পানামা পেপার কাণ্ডে ইডি দফতরে আজই হাজিরা ঐশ্বর্যার।


নয়াদিল্লি: পানামা পেপার কাণ্ডে (Panama Papers case) এবার বড়সড় ধাক্কা বচ্চন পরিবারে। আজ দিল্লির লোকনায়ক ভবনে 'ইডি' তলব করেছে বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে (Aishwarya Rai)। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। 

Post a Comment

Previous Post Next Post