বিপিন রাওয়াতের প্রয়াণে ফাঁকা ছিল পদ, চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত জেনারেল নারাভানে ।


নয়া দিল্লি : হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের প্রয়াণের পর ফাঁকা পড়েছিল পদটি। এবার দায়িত্বে সেনাপ্রধান এম এম নারাভানে(Army Chief Gen MM Naravane)। চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন তিনি। এই কমিটিতে রয়েছেন তিন বাহিনীর প্রধান। এমনই খবর পিটিআই সূত্রের।

Post a Comment

Previous Post Next Post