ওমিক্রন-উদ্বেগের মাঝেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৩,১৫৪


নয়াদিল্লি: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই দেশে করোনায় একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২।  

মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২।

Post a Comment

Previous Post Next Post