উন্নয়নের নামে সবুজ ধ্বংস ! বেপরোয়া ভাবে চলছে বৃক্ষ নিধন। বেহালা ARTO অধীনস্থ জমিতে


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক  :

"একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে প্রাণ বাঁচান" - এই শ্লোগান আমরা প্রায়ই শুনে থাকি শহরের আনাচে কানাচে । কিন্তু আদৌ কি এই স্লোগান এর যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে ! কার্যত পরিবেশের তোয়াক্কা না করেই বেপরোয়া ভাবে চলছে বৃক্ষ নিধন । শহরের বুকে উন্নয়নের নামে বেহালা ARTO অধীনস্থ জমিতে চলছে লাগামহীনভাবে বৃক্ষনিধন পর্ব ।

খবর বাংলা সংবাদ - এর এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমাদের সাংবাদিকদের একটি টিম আজ অভিযান চালায় বেহালা ARTO -তে এবং আমাদের ক্যামেরায় ধরা পরল বৃক্ষনিধনের এই ছবি ।

অক্সিজেনের অভাবে ছটফটিয়ে মানুষের মৃত্যু আজও ভুলতে পারিনি গোটা দেশ। তারপরেও কার্যত সে সমস্ত কথা ভুলে গিয়ে বেপরোয়া ভাবে চলছে বৃক্ষনিধন কার্য ।


আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি, বেহালা ARTO এর উন্নয়নের স্বার্থেই বৃক্ষ নিধন করা হচ্ছে । কিন্তু উন্নয়নের স্বার্থে কি বৃক্ষ নিধন অত্যন্ত জরুরী ! প্রশ্নটা থেকেই যাচ্ছে ! অবশ্য এই বৃক্ষনিধনের দায়ভার ক্যামেরার সামনে নিতে চাননি বেহালা ARTO কর্মরত কিছু কর্মীরা ।

একসাথে এতগুলো বহু পুরনো এবং কার্যত বিশালাকৃতির বৃক্ষ এইভাবে কেটে ফেলায় কতটা ক্ষতি হতে পারে পরিবেশের সেই ভাবনা একবারও নাড়াচাড়া দেয়নি কাউকেই ।

Post a Comment

Previous Post Next Post