বীরভূম: ভোটের বাজারে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা বলতেন, ‘ভয়ঙ্কর খেলা হবে’। তিনি খেলেছেন। তবে ‘ভাগ্য’-এর। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জিতলেন লটারি (Lottery)। তাও আবার কোটি টাকার জ্যাকপট!
lotterysambadresult.in- এই ওয়েব সাইটেই দেখা যাচ্ছে তাঁর ছবি। যদিও, এ বিষয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি এখনও। তবে গোটা বিষয়টি ঘনিষ্ঠ মহলে তিনি অস্বীকার করেছেন বলেই জানা গিয়েছে। অনুব্রতবাবুর দলের নেতারা বলছেন, ‘দাদা যে লটারি কাটতেন, জানতাম না!’ গোটা ঘটনায় মুখে কুলুপ তাঁদের। কেউ প্রকাশ্যে কিছু বলছেন না। আবার অনুব্রত যদি অস্বীকার করেন লটারির কথা তাহলে লটারি সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন? ডিয়ার লটারি বেশ বিখ্যাত। সেই সংস্থা কি এত বড় ভুল করবে? এমন নানা প্রশ্ন উঠছে। কিন্তু উত্তর এখনই মিলছে না।