করোনাকালে শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে গিয়ে পূর্ণ্যার্থীদের কোভিড বিধি মেনে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'কোভিডে আক্রান্ত মন্ত্রী-আমলারা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা। প্রত্যেককে মাস্ক পরুন। পারলে ডবল মাস্ক পরুন। প্রশাসনের কথা মেনে চলুন'।
গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। কোভিড পরিস্থিতিতে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি মিলেছে। তবে, মেলা দুই সদস্য়ের একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, মেলা যাওয়ার ৭২ ঘণ্টা আগে RTPCR টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলে, তবেই মেলায় প্রবেশ করতে হবে। সঙ্গে জোড়া ভ্যাকসিন সার্টিফিকেটও। গঙ্গাসাগর দ্বীপকে নোটিফায়েড জোন হিসাবে ঘোষণা করতে হবে। এইসব শর্ত মানা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখবে দুই সদস্যের কমিটি।
এদিন স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন উপলক্ষ্যে প্রথমে সিমলা স্ট্রিটে যান মুখ্যমন্ত্রী। স্বামীজীর বাড়ির ভিতরে ঢোকেননি তিনি। বাড়ির বাইরে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর বাবুঘাট গিয়ে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন মমতা। সেখানে পূর্ণ্যার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'আদালতের নির্দেশ মেনে কাজ হচ্ছে। RTPCR টেস্ট না হলে মেলা যাওয়া যাবে না। কোভিড পরীক্ষা না করিয়ে গঙ্গাসাগরে যাওয়া যাবে না। সবাই মিলে কাজ করুন। প্রশাসনের কথা মেনে চলুন। কোভিড আমাদের হাতে নেই। সচেতন হন, গঙ্গাসাগর মেলা যান। গঙ্গাসাগর মেলা কমিটি আপনাদের পাশে আছে'।