মায়ের রান্নাঘর প্রকল্প চালু হলো বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে l


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক  :

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মায়ের রান্নাঘর প্রকল্প চালু হলো বেহালার ১২১নম্বর ওয়ার্ডে 

নিজস্ব প্রতিনিধি ১৮ই জানুয়ারি ২০২২:   পৌরপিতা নির্বাচিত হয়ে প্রথমেই সরকারি প্রকল্পের সূচনা করলো বেহালার ১২১নম্বর ওয়ার্ডে।
আজ বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প "মায়ের রান্নাঘর" চালু হলো মদনমোহন তলার ৩এর পল্লী ক্লাব সংলগ্ন স্থানে। আজ এই প্রকল্পের উদ্বোধন করেন বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় রূপক গাঙ্গুলী মহাশয় এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ ব্যানার্জি মহাশয়। পৌরপিতা রূপক গাঙ্গুলী আমাদের জানান প্রতিদিন এই "মায়ের রান্না ঘর" প্রকল্পে সাধারণ মানুষ ৫টাকার বিনিময়ে রান্না করা খাবার পাবেন দুপুর ১টা থেকে ২টোর মধ্যে। কোভিদ স্বাস্থ্যবিধি মেনে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Post a Comment

Previous Post Next Post