"ও আমাদের মেয়ে", বিধবা বউমার বিয়ে দিয়ে নজির গড়লেন সুতাহাটার পুলকার চালক


এ যেন ১৫ বছর আগের ‘বাবুল’ সিনেমা! একমাত্র পুত্রহারা অমিতাভ বচ্চনের ভূমিকায় সুতাহাটার পুলকার চালক নকুল ঘাটি। বিধবা বউমাকে নিজের মেয়ে হিসাবে অন্যের হাতে সম্প্রদান করে নতুন জীবন দান করলেন তিনি। আর তাঁর দৌলতেই সোমবার অভিনব বিবাহ বাসরের সাক্ষী থাকল সুতাহাটার অনন্তপুর।

আর পাঁচটা সাধারণ হিন্দু বিবাহ অনুষ্ঠানের মতোই সোমবার ফুলের তোরণে সেজে ওঠে ঘাটি পরিবারের উঠোন। বসল নহবত, বাজল সানাই। সানাইয়ের মেদুলা সুর ও উলুধ্বনিতে মুখরিত ছাদনাতলায় ‘যদিদং হৃদয় তব, তদিদং হৃদয়ং মম’ মন্ত্রোচ্চারণ, অগ্নিসাক্ষী করে সিঁদুরদান, মালাবদলের মধ্য দিয়ে বিধবা বউমা শুভ্রাকে হলদিয়ার যুবক মধু সাঁতরার হাতে তুলে দিলেন নকুল ঘাটি। একেবারে নিজের মেয়ে হিসাবে তিনি শুভ্রার কন্যা সম্প্রদান করলেন। আর সেই দৃশ্য ১৫ বছর আগে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন-রানি মুখার্জী অভিনীত ‘বাবুল’ সিনেমাকেই মনে করিয়ে দিল।

সুতাহাটার অনন্তপুরের বাসিন্দা নকুল ঘাটি পেশায় পুলকার চালক। তাঁর চিন্তাভাবনা আধুনিক। তাই বছর খানেক আগে একমাত্র পুত্রসন্তানের মৃত্যু হলেও বউমাকে বেঁধে রাখতে চাননি। বরং নাতি থাকা সত্ত্বেও বংশ পরম্পরার কথা না ভেবে বেরঙিন হয়ে যাওয়া যুবতি বউমাকে সাদা শাড়ির মোড়কে ঢেকে না দিয়ে জীবনে রঙ ঢেলে দিতে চেয়েছিলেন নকুলবাবু। তাই সামাজিক অবজ্ঞা উপেক্ষা করেই বউমার বিয়ে দিলেন তিনি। রামমোহন রায়, বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই একাজ করলেন বলে জানিয়েছেন নকুল ঘাটি।


Post a Comment

Previous Post Next Post