ঘৃণ্যকর ঘটনা ! সরস্বতী পুজোর দিনে ভেঙে ফেলা হল সরস্বতী প্রতিমার মুন্ডু ।


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক :

ঘৃণ্যকর ঘটনা ! সরস্বতী পুজোর দিনে ভেঙে ফেলা হল সরস্বতী প্রতিমার মুন্ডু । বেহালা গোয়ালপাড়া ফাইভস্টার স্পোর্টিং ক্লাবের ঘটনা। ক্লাবের তরফ থেকে প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর । সেইমতো মণ্ডপ তৈরি থেকে শুরু করে প্রতিমা কেনা প্রায় সবই হয়ে গিয়েছিল ক্লাব সদস্যদের। কিন্তু তার মধ্যেই দেখা দিল বিপত্তি । হঠাৎই সকালে উঠে ক্লাব সদস্যদের লক্ষ্য করেন মন্ডপের ভিতর সরস্বতী প্রতিমা রয়েছে মুন্ডু কাটা অবস্থায় ।  কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো জানতে পারা যায় নি। তবে  ক্লাব সদস্যদের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে পর্ণশ্রী থানাকে ।

Post a Comment

Previous Post Next Post