রবিবার সকালে পুজোপাঠ, যজ্ঞের পর নয়া সংসদভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার পর দুপুরে শুরু হয় দ্বিতীয় দফার অনুষ্ঠান। নয়া সংসদভবনের লোকসভার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই নয়া ৭৫ টাকার কয়েন এবং বিশেষ ডাকটিকিট সামনে আনেন মোদি। শীঘ্রই বাজারে ওই কয়েন মিলবে বলে জানা গিয়েছে।
নয়া সংসদভবন উদ্বোধনের দিনই ৭৫ টাকার কয়েন সামনে আনা হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। সেই মর্মে জারি করা হয়েছে বিবৃতিও। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক বিভাগ জানিয়েছে, ৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৪.৬৫ থেকে ৩৫.৩৫ গ্রাম পর্যন্ত। কয়েনের ব্যাস ৪৪ মিলিমিটার। কয়েন তৈরিতে ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ জিঙ্ক ব্যাবহা করা হয়েছে।
এই ৭৫ টাকার কয়েনের একপিঠে থাকছে অশোক স্তম্ভের সিংহ। দেবনাগরি ভাষায় 'ভারত' এবং ইংরেজিতে 'India'-ও লেখা থাকছে। শুধু তাই নয়, সিংহের নীচে টাকার চিহ্ন '₹' এবং মূল্য ৭৫ রয়েছে লেখা। কয়েনের উল্টো পিঠে নয়া সংসদভবনের ছবি খোদাই করা থাকছে। উল্লেখ থাকছে ২০২৩ সালের।
১, ২, ৫, ১০ এববং ২০ টাকার কয়েনই লেনদেনের ক্ষেত্রে বৈধ
তবে এই ধরনের স্মারক কয়েন আর্থিক লেনদেনে ব্যবহার করা যায় না। কারণ, কয়েনের মূল্যের চেয়ে সেটি তৈরিতে অনেক বেশি টাকা খরচ হয়। তবে আগ্রহী মানুষ সেটি ভারতীয় ছাপাখানা প্রিন্টিং অ্যান্ট মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। এই মুহূর্তে বাজারে ১, ২, ৫, ১০ এববং ২০ টাকার কয়েনই লেনদেনের ক্ষেত্রে বৈধ।