বোলপুর: মুখ্যমন্ত্রীর সফরের পরই নিরাপত্তা বাড়ল বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁর নিচুপট্টির বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। অডিও বির্তকে নাম জড়ানোর পর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল।
বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ জন পুলিশকর্মী অনুব্রতের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাঁর গাড়ির পিছনে-সামনে পুলিশের এসকর্ট গাড়ি থাকবে। চার-ছয় জন সশস্ত্র পুলিশকর্মী বোলপুরের নিচুপট্টির বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকবেন। ২৪ ঘণ্টা তাঁরা থাকবেন অনুব্রতের আশেপাশেই।