বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘পুষ্পা’ ২-এর কলাকুশলীরা।


ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ‘পুষ্পা, দ্য রুল’ ছবির গোটা টিম। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ‘পুষ্পা ২’ ছবির শুটিং টিমের বাস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছবির একাধিক কলাকুশলী। দুর্ঘটনার পরেই দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবির নায়ক আল্লু অর্জুন একেবারেই সুস্থ রয়েছেন। তবে এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ছবির নির্মাতারা।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির তুমুল সাফল্যের পর ছবির সিকুয়েল ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’তে নাকি ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত।




Post a Comment

Previous Post Next Post