‘ষড়যন্ত্র করা হয়েছে’, ভিডিয়ো বিতর্কে কলকাতা পুলিশের দ্বারস্থ দিলীপ



সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সমাজমাধ্যমের একটি অংশে দাবি করা হয়েছে, সেই ভিডিয়োতে (যাচাই করেনি এই সময় অনলাইন) বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন দিলীপ ঘোষ।

সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ কিছু ইউটিউব চ্যানেলে সেগুলি দেখানো হয়। ওই ভিডিয়ো বিজেপি নেতা দিলীপ ঘোষের বলে দাবি করা হতে থাকে বিভিন্ন মাধ্যমে। তার বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ হয়ে দিলীপ লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে মানহানি করার জন্য এটা করা হয়েছে।’ পুলিশের কাছে দিলীপের আর্জি, বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Post a Comment

Previous Post Next Post