প্রাথমিক, উচ্চপ্রাথমিক মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ, দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।


কলকাতা: নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। আদালত ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই আবহেই এ বার ১ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী এক বছরে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন তিনি।

মঙ্গলবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শূন্য়পদে নিয়োগের ঘোষণা করেন তিনি। এ দিন মমতা জানান, প্রাথমিক শিক্ষায় ১১ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে ১৪ হাজার ৫০০ শূন্যপদে। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিবার রাজ্য সরকার। 

এ ছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের কাজে রাজ্য সরকার হাত দিয়েছে বলে জানান মমতা। রাজ্য পুলিশের বিভিন্ন শূন্যপদে ২০ হাজার শূন্যপদে নিয়োগের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার লোক নিয়োগ করা হবে বলে জানালেন। 

সমাজকল্যাণের আওতায় ৯ হাজার ৫৯৩ অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১৩ হাজার ৮২৬ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের কথাও ঘোষণ করা হয়েছে। গ্রুপ ডি-তে ১২ হাজার এবং গ্রুপ সি-তে আরও ৩ হাজার পদে নিয়োগের কথা জানিয়েছেন মমতা। এর পাশাপাশি স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক এবং ৭ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। কমিউনিটি হেল্থ বিভাবে ২ হাজার এবং ৭ হাজার আশাকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য।

রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। মমতা জানিয়েছেন, আগামী এক বছরে সবমিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

নিয়োগ দুর্নীতি মামলায় দলের একের পর এক নেতা-মন্ত্রীদের নাম জড়ানোয় বিগত কয়েক মাসে তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের তৃণমূল সরকারকে। বিরোধীদের লাগাতার আক্রমণের পাশাপাশি, কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকাও আটকে গিয়েছে। সেই আবহে পঞ্চায়েত নির্বাচন যখন শিয়রে, বিপুল সংখ্যক পদে নিয়োগের ঘোষণা করলেন মমতা। 

নিয়োগের ঘোষণার পাশাপাশি, এ দিন বিরোধীদেরও বার্তা দেন মমতা। তাঁর মতে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, অথচ চাকরি বাতিল করা, নিয়োগে বাধা দেওয়ায় বিশেষ সক্রিয়তা দেখাচ্ছেন কিছু রাজনীতিক। রাজ্যের যুবসমাজের স্বার্থে তাঁরা এ থেকে বিরত থাকলেই ভাল বলে এদিন বার্তা দেন মমতা।






Post a Comment

Previous Post Next Post