কলকাতা : গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। ৫ জুন রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন খুলছে প্রাথমিক স্কুল, বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। গরমের জন্য ২ মে থেকে ছুটিতে রাজ্য সরকারি স্কুল। মাঝে ৩৪ দিনের গরমের ছুটি শেষের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, আগামী ৫ জুন থেকে খুলতে হবে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক স্কুল। আর প্রাথমিকের স্কুল খুলতে হবে ৭ জুন থেকে। প্রসঙ্গত, মে মাসের শেষ থেকে সাধারণত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে, কিন্তু এবারে রাজ্যে তীব্র দাবদাহের কারণে এগিয়ে আনা হয়েছিল স্কুলের ছুটি। গত ২ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই ছুটিপর্ব এবার শেষ হচ্ছে। আর কয়েকদিনেকর মধ্যেই রাজ্যজুড়ে স্কুল খুলে যাচ্ছে।