'পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব', BJP বিধায়ককে নোটিস CID-র


কলকাতা: বিজেপি বিধায়কের অনুরোধে সাড়া, বঙ্কিম ঘোষকে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পরই তলব। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় যখন জেরবার শাসকদল, এমনই এক পরিস্থিতিতে, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায়  (AIIMS Kalyani Recruitment Scam) সিআইডি স্ক্যানারে আসেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। যদিও এর আগে একাধিক বার বিজেপি বিধায়ককে তলব করে সিআইডি (CID)। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভোটের পর হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির স্ক্য়ানারে চাকদার বিজেপি বিধায়ক

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির স্ক্য়ানারে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর নদিয়ার বাড়িতে গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের পর এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করে সিআইডি। মূলত শুক্রবার সকাল ১১টায় বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বঙ্কিম ঘোষ জানিয়েছিলেন,পঞ্চায়েত ভোটের কাজে ব্য়স্ত থাকায় শুক্রবার হাজিরা দিতে পারবেন না। সিআইডিকে সে কথা জানিয়ে দিয়েছেন। এরপরেই 'পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব করা হবে', বিজেপি বিধায়ককে নোটিস সিআইডির। এর আগে বিধায়কের পুত্রবধূকে ২ বার জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে তাঁর পুত্রবূধকে জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে অসঙ্গতি 

কল্যাণী এইমসে বঙ্কিম ঘোষের পুত্রবধূকে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ। হরিণঘাটায় বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে তাঁর পুত্রবূধকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের দাবি। তাই বঙ্কিম ঘোষকে (Bankim Ghosh) জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড ঘিরে শোরগোলের মাঝেই কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে। যাতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের ।

নীলাদ্রিশেখর দানার পর এবার বঙ্কিম ঘোষ

যাবতীয় অভিযোগের তদন্ত শুরু করছে সিআইডি। ইতিমধ্যেই চার বিজেপি বিধায়ক সহ ৮ জনের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছে।আগেই বাঁকুড়ার (Bankura) বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 






Post a Comment

Previous Post Next Post