রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস, কারা নতুন মুখ


রাজ্যসভার (Rajyasabha) নির্বাচন হতে চলেছে ছয়টি আসনে। একটি আসনে উপনির্বাচন (byelection)। এই নির্বাচনের ক্ষেত্রে ব্যালট বক্স দুটি আলাদা। উপনির্বাচন হতে চলেছে লুইজিনহো ফেলেরিও ইস্তফা দেওয়ার ফলে। প্রাক্তন এই তৃণমূল সংসদের রাজ্যসভার মেয়াদ বাকি রয়েছে। বোঝাই যাচ্ছে এই উপনির্বাচনে দলীয় বিধায়কদের ভোটে খুব সহজেই জিতে যাবেন তৃণমূল প্রার্থী।

পঞ্চায়েত নির্বাচনের আবহের মধ্যেই দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন আগে থেকেই তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তারা আবার মনোনয়ন পেলেন। কিন্তু এবার নতুন মুখ হিসাবে দেখা গেল শমিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেলকে।

রাজ্যসভায় বাংলা থেকে ৭টি আসন শূন্য হয়েছে। ৬ জুলাই নির্বাচন কমিশন তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ১৩ জুলাই হল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১১ তারিখ মঙ্গলবার তৃণমূল প্রার্থীরা তাদের মনোনয়ন পেশ করবেন বলেই সূত্রের খবর। সেই কারণে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রবিবার বিধানসভায় কিছু দলীয় বিধায়ককে ডেকে তাঁদের দিয়ে ফর্মে সই করিয়ে রেখেছেন। তারা হবেন হতে চলেছেন প্রস্তাবক।

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব বর্মণ, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূল দোলা, ডেরেক ও সুখেন্দু শেখরকে পুনরায় মনোনয়ন করল। শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবের জায়গায় নতুন মুখ আনা হল।

এই আবহে তৃণমূল কংগ্রেস টুইটবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যসভা ভোটে প্রার্থীদের। সেখানে লেখা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দিত ডেরেক ও ব্রায়ান, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শমিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেল আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনীত হয়েছে। তারা যেন জনগণের সেবা করার জন্য তাদের নিবেদনে অটল থাকে এবং তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে ওকালতি করে। আমরা সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’

Post a Comment

Previous Post Next Post