মধ্যরাত, হাতে দামি গাড়ির স্টিয়ারিং। কেউ কেউ বলছেন, পেটেও পড়েছিল দু’ পাত্তর। আর পায় কে! গাড়ির চালক এমনই বেপরোয়া হয়ে ওঠেন যে, পিষে দেন পাঁচ বছরের এক শিশুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জখম হন আরও দু’জন। শনিবার রাতে উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে পালানোরও চেষ্টা করেছিলেন চালক। যদিও হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন। ঘাড় ধরে থানায় নিয়ে যায় পুলিশ। সিজ করা হয় BMW গাড়িটি।
নয়ডার সেক্টর ৩০-এ পিজিআই হাসপাতালের সামনে শনিবার রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল গতিতে একটি গাড়ি ছুটে এসে পিছন থেকে একটি স্কুটারে ধাক্কা মারে। চার চাকার গাড়িটি এতটাই গতিতে ছিল, স্কুটার একেবারে ছিটকে যায়।
সেই স্কুটারেই ছিলেন এক ব্যক্তি, এক মহিলা ও পাঁচ বছরের শিশু। প্রত্যক্ষদর্শীদের কথায়, স্কুটার থেকে ছিটকে পড়েন তিন জনই। বাচ্চাটি একেবারে রক্তে ভাসতে থাকে। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেছিল BMW গাড়ির চালক। তবে এলাকার লোকজন ধরে ফেলেন।
ঘটনাস্থলে পৌঁছয় নয়ডা পুলিশ। চালককে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দু’জন ছিলেন, দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।