পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকদিন বাকি৷ তার আগেই অবশ্য ভোট দিতে দেখা গেল ভোট কর্মীদের৷ আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই ভোট দিলেন পূর্ব মেদিনীপুরের ভোট কর্মীরা৷ রাজ্যের অন্যান্য জায়গাতেও ভোট দিচ্ছেন ভোট কর্মীরা৷ ব্লকে ব্লকে পোস্টাল ভোট দিতে লাইন ভোট কর্মীদের৷
পঞ্চায়েত ভোটের ভোট কর্মীদের ভোট দেওয়ার জন্য ব্লকে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। সকাল ১১ টা থেকে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে বিকেল তিনটে পর্যন্ত। কড়া পুলিশি নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। ভোট কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলেও সাধারণ মানুষ কতটা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভোট কর্মীরা। পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা বা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না থাকলে ভোট প্রক্রিয়া কতটা শান্তি পূর্ণ হবে সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন ভোটকর্মীরা৷ তাই প্রতিটি ভোটে বিশেষ ভূমিকা থাকে ভোট কর্মীদের৷ সাদারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে ভোট দিতে পারেন তা দেখা ভোট কর্মীদের দায়িত্ব৷ তাই শান্তিপূর্ণ ভাবে ভোট হোক, এমনটাই আশা ভোটকর্মীদের৷
রবিবার খেজুরি দুই ব্লকে পঞ্চায়েত ভোটে ভোট কর্মীদের ভোট দান করতে দেখা গেল।মহিষাদল থেকে মারিশদা, খেজুরি থেকে খন্নাডিহি৷ ভোট গ্রহণ চলছে জেলার সব জায়গায়।